Nandan News
চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাষ হচ্ছে  গ্রীষ্মকালীন তরমুজ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ

সালেকিন মিয়া সাগর, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বৃদ্ধি পেয়েছে সামার ওয়াটারমিলন (গ্রীষ্মকালীন তরমুজ) চাষ। লাভজনক হওয়ায় এই চাষের দিকে ঝুঁকেছে কৃষকেরা। অনেকে আগাম চাষ করে রমজান মাসের শুরু থেকে এই রসালো ফল বাজারজাত শুরু করেছে। বাজারদর ভালো পাওয়ায় খুশি তারা। চুয়াডাঙ্গা দামুড়হুদায় চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গত বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে এই
তরমুজ চাষ হয়েছিল। এবার ৪৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়ে ১০ হেক্টর বেশি। উপজেলার হৈবতপুর, মদনা, কামারপাড়া, বাড়াদী, বিষ্ণুপুর, নতিপোতা গ্রামের মাঠে এই চাষ হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী বাড়াদী, মদনা ও হৈবতপুর গ্রামের মাঠে এই চাষ সব থেকে বেশি। দামুড়হুদার মদনা গ্রামের খাজের আহাম্মেদের ছেলে আলতাফ হোসেন জানান, তিনি সীমান্তবর্তী বাড়াদী গ্রামের মাঠে এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে এই সামার ওয়াটারমিলন (গ্রীষ্মকালীন তরমুজ) চাষ করেছে। বীজ বপন পরিচর্যা সার মাচা সেচ মিলিয়ে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকা। প্রথম রোজা থেকে সে বিক্রি শুরু করেছে কেজি প্রতি ৫০ টাকা ও প্রতি পিস ১৫০/২০০ টাকা দরে বিক্রি করছে। এরই মধ্যে তার ১০ কাঠা জমিতে ৮০ হাজার টাকার ফল বিক্রি হয়ে গেছে। ১০/১২ দিনের মধ্যে বাকি ১০ কাঠা জমির এই গ্রীষ্মকালীন তরমুজ বিক্রি শেষ হবে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে আরো ৮০/ ৮৫ হাজার টাকার বিক্রি হবে এ ফসল। ৬০ দিনের এই ফসলে তিনি লক্ষাধিক টাকা লাভবান হবে বলে আশা করছেন। একই কথা বললেন মদনা গ্রামের জালাল উদ্দীন, তিনি ১০ কাঠা জমিতে আগাম চাষ করেন। বুধবার (২২ মে) ক্ষেত থেকে ৭৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। তিনি আরো এক বিঘা জমিতে (২০ মে) রোপন করেছেন। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এতেও লাভবান হবেন বলে আশা করছেন। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শামিউর রহমান জানান, সামার ওয়াটারমিলন ফসল তরমুজ খুবই অল্প সময়ের চাষ। আর এ ফসল চাষ করে চাষিরা লাভবান হচ্ছে। বেলে দো-আঁশ মাটিতে এই ফসল ভালো হয়ে থাকে। সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে রোপন করার উপযুক্ত সময়। আমাদের এলাকার মাটি এই চাষের জন্য উপযোগী। এ মৌসুমে যে সকল চাষি আগাম চাষ করেছেন তারা অধিক লাভবান হয়েছেন। আমাদের এলাকায় আগে এ চাষ না হলেও বর্তমানে এলাকার কৃষকরা এই চাষের।

RoseBrand

Related News

Nandan News

মধু যাচ্ছে জাপানে, ৪০০ মেট্রিক টনের অর্ডার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাপানে আমাদের মধু রপ্তানি হচ্ছে। এ বছর ৪০০  মেট্রিক টন মধুর অর্ডার পাওয়া গেছে। এটা খুশির খবর। তিনি বলেন, কৃষ...

ভোলার চরফ্যাসনে আলুুর ভাল ফলনের সম্ভাবনা

ভোলার চরফ্যাসন উপজেলায় চলতি মৌসুমে গোল আলুর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর উপজেলার ১টি পৌরসভাসহ ২১টি ইউনিয়নের চাষযোগ্য জমিতে এখন দেখা যাচ্ছে শুধু সবুজ আলুগাছ।...

কানাডা বঙ্গবন্ধুর নামে আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করবে

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এবং কানাডার সেস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) মধ্যে বঙ্গবন্ধু চেয়ার এবং বঙ্গবন...

LIVE TV