Nandan News
রাজধানীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী

রাজধানীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা অমল বিশ্বাসের পরিবারের চার সদস্যের তিনজনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত। গত মাসে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত হন তার স্ত্রী। তিনি সুস্থ না হতেই দুই ছেলেমেয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। শুধু এই পরিবার নয়, মৌসুম শুরু হতেই রাজধানীতে জেঁকে বসছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৮৭ আর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন ১৫২ জন। জুলাইয়ের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৭৩। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৩ জন। জানুয়ারিতে ৩৬, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১২, এপ্রিলে ৪৪, মে-তে ১৩৯, জুনে ১ হাজার ৭২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে মারা গেছেন তিনজন। ৩ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিগার নাহিদ দীপু নামে এক চিকিৎসক মারা গেছেন। এর আগে ২৫ এপ্রিল রাজধানীর বিআরবি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ বছর বয়সী এক মহিলা ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল তিনি মারা যান। এ ছাড়া আজগর আলী হাসপাতালে ২৮ এপ্রিল ভর্তি হয়ে ৩২ বছর বয়সী এক যুবক ২৯ এপ্রিল মারা যান। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। দিনাজপুরের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গুজ্বর। দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গু রোগীকে প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না।’

RoseBrand

Related News

Nandan News

সরকারই করোনার চাষাবাদ করেছে: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকার একাধিকবার ছুটি ঘোষণা এবং ছুটি বাতিল ক...

রুবানা হক শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি : বিজিএমইএ

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক, শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়ছে।শনিবার এক বিজ্ঞপ্তিতে এ ত...

রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় পৌঁছে দেয়া হবে নিত্যপণ্য

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আধিক্য থাকা এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউন করে দেবে সরকার। রেড জোনে সবাইকে ঘরে থাকতে হবে, একান্ত প্রয়োজন না থাকলে ক...

LIVE TV