Nandan News
‘এরশাদ চোখ খুলেছেন, তবে শংকামুক্ত নন’

‘এরশাদ চোখ খুলেছেন, তবে শংকামুক্ত নন’

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন, তবে তিনি এখনও শংকা মুক্ত নন বলে জানিয়েছেন দলের কো- চেয়ারম্যান জি এম কাদের।

আজ মঙ্গলবার  দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত’ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, 'উনাকে দেখতে গিয়েছিলাম। সে সময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমি আলাপ করেছি। উনাকে দেখে আগের তুলনায় ভালো লাগছিল। কিছুটা মাথা নাড়ছিলেন। চিকিৎসকরা বললেন, উনাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয় সেটার মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমার সামনেই উনাকে ডাকা হলে চোখ খুলে আমার দিকে তাকিয়েছিলেন। উনার যে ফুসফুসের ইনফেকশন এবং ইউরিনের ইনফেকশন ছিল সেটা কমে এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখনো কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। উনি এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে অবনতি হয়নি। সেদিক দিয়ে উনি ভালো আছেন।’

সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

RoseBrand

Related News

Nandan News

দুর্নীতি ক্যান্সারের মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে : সোহেল তাজ

দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে উন্নয়ন তরান্বিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, দুর্নীতি আমাদে...

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ: যেভাবে মোবাইলে জানা যাবে

আগামীকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুধবার সকালে, সকল বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল...

গুগল ম্যাপের ভয়েস নেভিগেশন এখন বাংলায়

বাংলাদেশের মোটর আরোহী ও চালকদের জন্য আলাদা পথ নির্দেশনা, বাংলাভাষায় দিক নিদের্শনা সুবিধাসহ গুগল ম্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে আমেরিকান প্রযুক্তি প্রতি...

LIVE TV