গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস শ্রমিকদের হতে স্কুল ছাত্রীদের ইভটিজিং ও যাত্রী হয়রানীর বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সমানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ূন কবীর, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আলীউজ্জামান জামির, শিক্ষার্থী সিনথিয়া চৌধুরী ও আবীর মাহামুদ বক্তব্য রাখেন। এসময় তারা অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন বাস শ্রমিকদের হাতে সাধারন যাত্রীরা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে। এর থেকে বাদ যাচ্ছে না শিক্ষার্থীরাও। শ্রমিকদের হাতে দীর্ঘ দিন ধরে ছাত্রীরা নানা ভাবে ইভটিজিং এর শিকার হয়ে আসছে। ইভটিজিং এর হাত থেকে রেহাই পাবার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তরা।