Nandan News
খাসোগির ছেলে সৌদি শাসকদের পক্ষে

খাসোগির ছেলে সৌদি শাসকদের পক্ষে

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যার এক বছর পূর্তি হতে যাচ্ছে আজ বুধবার। এই হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ এবং গোয়েন্দা সংস্থা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ সালমানকে দায়ী করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ইতিমধ্যে প্রশ্নের মুখে পড়েছে। এ ছাড়া সালমানও স্বীকার করেছেন, খাসোগি হত্যার দায় তাঁর ওপরও বর্তায়। কিন্তু খাসোগির ছেলে সালা খাসোগি এখন সৌদি শাসকদের পক্ষে কথা বলছেন।

সালা খাসোগি গতকাল মঙ্গলবার বলেছেন, সৌদি আরবের বিচারব্যবস্থার ওপর তাঁর ‘পুরোপুরি আস্থা’ আছে। বিরোধীরা এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সালা খাসোগির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অর্থের বিনিময়ে সৌদি সরকারের সঙ্গে খাসোগি হত্যার বিষয়টি মিটিয়ে ফেলেছেন। যদিও এই অভিযোগ সালা অস্বীকার করেছেন।

গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে খাসোগিকে হত্যা করা হয়। তাঁর মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। খাসোগি হত্যার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হলে সৌদি আরব প্রথমে বলেছিল, তিনি কনস্যুলেট থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরে চাপের মুখে স্বীকার করে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ সালমানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে দেশটি।

RoseBrand

Related News

Nandan News

প্রলয়ঙ্করী ‘হাগিবিস’র আঘাত, জাপানে নিহত ৯

জাপানে আঘাত হেনেছে বিধ্বংসী টাইফুন ‘হাগিবিস’। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্র...

মহাসাগরের নিচে রহস্যজনক পিরামিড

আটলান্টিক মহাসাগরের বাহামা তীরে দুটি পিরামিডের সন্ধান পাওয়া গেছে। পিরামিড দুটিকে সবাই রহস্যজনক পিরামিড বলছে। আসলে এটি সত্যি পিরামিড কি-না, তা এখনো চূড়ান্ত হয়ন...

বেইজিংয়ে গেছেন ইমরান খান

দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার চীনের বেইজিংয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের...

LIVE TV