গোপালগঞ্জ প্রতিনিধি :
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের লোকজন শান্তিপূর্নভাবে তাদের স্ব স্ব ধর্মের কাজ শান্তি শৃংখলার মধ্যে করে যাচ্ছে। সারা দেশে পুজা পার্বন শান্তি শৃংখলার সাথে ও সাড়ম্বরে পালন করা হচ্ছে। সরকারের সদিচ্ছার কারনে এবার সারা দেশে অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে দুর্গা উৎসব পালিত হচ্ছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া দূর্গাপূজা পরিদর্শনকালে পুজারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামীতেও আরো আনন্দ উৎসবের মধ্যে সব ধর্মের লোকজন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় কার্যাদি পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই দেশে সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। দূর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর রয়েছে। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুহুল আমিনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ার বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এ বছর
গোপালগঞ্জে ১ হাজার ২০২টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।