নন্দন নিউজ ডেস্ক: জুলাইয়ের থেকে আগস্টে কানাডায় চাকরির বাজারে কম লোক যোগ দিয়েছে। এমন সমীক্ষা প্রকাশ করেছে স্ট্যাটিসটিক্স কানাডা। করোনাকালীন সময়ে জুলাইয়ে ৪ লাখ মানুষ নতুন চাকরিতে যোগ দিলেও আগস্টে যোগ দিয়েছে ২ লাখ ৪৬ হাজার মানুষ। এই খবর প্রকাশ করেছে গ্লোবাল নিউজ।
শুক্রবার এই রিপোর্ট প্রকাশ করা হয়। কানাডিয়ান লেবার কংগ্রেসের সভাপতি হাসান ইউসুফ বলেন, যারা এখন কাজে ফিরতে চায় তাদের জন্য এখন এটি চ্যালেঞ্জ। এই রিপোর্ট দিয়ে প্রমাণ হয় যদি কাজে ফিরে যাওয়ার সুযোগ হয় তবে পেশাজীবী ও শ্রমিকরা তার জন্য প্রস্তুত রয়েছে।
কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিটের দেওয়া তথ্য অনুযায়ে গেলো মার্চ থেকে তারা ৭২ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।