Nandan News
কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে সমর্থন জানিয়েছে কানাডার জনগণ

কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে সমর্থন জানিয়েছে কানাডার জনগণনন্দন নিউজ ডেস্ক: বিভিন্ন পাবলিক সার্ভিস ও স্পেসের উপর আবারও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে সমর্থন জানিয়েছে কানাডার জনগণ। এমনটি উঠে এসেছে নতুন এক গবেষণায়। এ খবর প্রকাশ করেছে সিটিভি নিউজ। 

জরিপটি পরিচালনা করে ভক্স পপ ল্যাবস। এত প্রায় ১ হাজার ৯৮২ জনের মতামত নেওয়া হয়। জরিপ অনুযায়ি, করোনার পরিস্থিতি খারাপ হলে ৬৫ শতাংশ মানুষ বার ও নাইটক্লাবগুলোর উপর আরো কঠোর বিধিনিষেধ আরোপে সমর্থন জানিয়েছেন। আর ৬৮ শতাংশ মানুষ মুভি থিয়েটারগুলোর উপর বিধিনিষেধ আরোপে মত দিয়েছেন। ৭৫ শতাংশ মানুষ স্টেডিয়াম ও ৬৯ শতাংশ মানুষ সামাজিক জমায়েতের উপর বিধিনিষেধে মত দিয়েছেন। 

ভক্স পপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ক্লিফটন ভ্যান ডের লিন্ডেন (Clifton van der Linden) সিটিভি নিউজকে বলেন, জরিপের ফলাফল তাদেরকে অবাক করে দিয়েছে।

RoseBrand

Related News

Nandan News

তিন কারণে কানাডায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা উর্ধ্বমুখী দেখাচ্ছে

নন্দন নিউজ ডেস্ক: থ্যাঙ্কসগিভিং উদযাপন, বিধিনিষেধ শিথিল এবং নমুনা পরীক্ষার সক্ষমতা বেড়ে যাওয়ার কারণে কানাডায় সম্প্রতি কোভিড-১৯ শনাক্তের সংখ্যা উর্ধ্বমুখী দেখাচ্...

ক্যালগ্যারিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৪০% বাড়ির মালিক বীমার অর্থ পাননি

নন্দন নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ক্যালগ্যারি জুড়ে ভয়াবহ শিলাবৃষ্টির চার মাস পরেও সেখানকার ৪০ শতাংশ বাড়ির মালিক তাদের বীমার অর্থ পাননি। এমনটি জানিয়েছে ইন্স্যুরেন্...

 সংক্রমণের উর্ধ্বগতি মোকাবিলায় সাসকাচোয়ানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রস্তুত 

নন্দন নিউজ ডেস্ক: সাসকাটুনের হাসপাতালগুলো করোনা আক্রান্ত রোগীতে পরিপূর্ণ থাকলেও সংক্রমণের উর্ধ্বগতি মোকাবিলায় প্রদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। এম...

LIVE TV