নন্দন নিউজ ডেস্ক: আগামী বছর কীভাবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রকল্প দেশজুড়ে চালু করা হবে সে সম্পর্কে প্রিমিয়ারদের বিস্তারিত জানাতে পারেননি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার প্রিমিয়ারদের সাথে আলোচনার সময় ট্রুডো স্পষ্ট কিছু জানাননি। এমনটি জানানো হয়েছে গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে।
বিভিন্ন প্রিমিয়ার কার্যালয়ের একাধিক ব্যক্তির মতে, ভ্যাকসিন প্রস্তুতকারকদের সাথে ফেডারেল চুক্তি, শিপমেন্ট এবং ভ্যাকসিনের প্রাথমিক ডোজ সরবরাহের প্রতিশ্রুতি সহ ফেডারেল চুক্তির বিষয়ে জানতে চাইলে ট্রুডো বিবরণ দিতে রাজি হননি। এছাড়া, প্রিমিয়াররা ভ্যাকসিনের ডোজ এবং বিতরণের জন্য কে অর্থ প্রদান করবে জানতে চাইলে ট্রুডো এর সুস্পষ্ট উত্তর দেননি।
আলোচনায় ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার জন হরগান ছাড়া সকল প্রিমিয়ার যোগ দিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ট্রুডো বলেন, তিনি প্রিমিয়ারদের সাথে ভ্যাকসিন এবং অন্যান্য বিষয়গুলোর পরিকল্পনা শুরুর বিষয়ে কথা বলেছেন। তবে তিনি বিস্তারিত কোন তথ্য দেননি।