নন্দন নিউজ ডেস্ক: কানাডায় বৃহস্পতিবার নতুন করে আরো ৫ হাজার ৬৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়দিনের মতো ৫ হাজারের বেশী করোনা রোগী শনাক্ত হলো দেশটিতে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৮৯ জন। এদিকে, ব্রিটিশ কলাম্বিয়ায় বৃহস্পতিবার একদিনে রেকর্ড সংখ্যক ৮৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর প্রকাশ করেছে গ্লোবাল নিউজ।
মহামারি শুরুর পর থেকে কানাডায় এ পর্যন্ত ১৪ দশমিক ১৮ মিলিয়ন নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৭৮১ জন করোনা রোগী। আর মারা গেছেন ১১ হাজার ৭৯৯ জন। অপরদিকে, সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন। কানাডায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৯০ জন।