নন্দন নিউজ ডেস্ক: যারা লং-টার্ম কেয়ার, এসিস্টেট লিভিং রিটারমেন্ট হোম এবং ক্রনিক কেয়ার হাসপাতালে রয়েছেন তারাই কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এমনটি সুপারিশ করেছে কানাডার ন্যাশনাল ভ্যাকসিন অ্যাডভাইজারি কমিটি। এ খবর প্রকাশ করেছে গ্লোবাল নিউজ।
কমিটির সভাপতি ডাঃ ক্যারোলিন কোচ-থান গ্লোবাল নিউজকে বলেন, কানাডা প্রত্যাশার চেয়ে প্রথম দফায় কম ভ্যাকসিন পাবে। কানাডা প্রথম দফায় যে ৬ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাবে তা দুই ডোজ করে তিন মিলিয়ন নাগরিককে দেয়া হবে। এই কারণে র্যাঙ্কড/অগ্রাধিকার সিস্টেম ছাড়া উপায় ছিল না। তিনি আরো জানান, লং-টার্ম কেয়ারের বাসিন্দাদের পর ৮০ বছরের উর্ধ্বে যে সব প্রবীণ ব্যক্তিরা আছেন তারা অগ্রাধিকার পাবেন।
প্রায় এক মাস আগে টিকাদান সংক্রান্ত প্রাথমিক নির্দেশিকা জারি করেছিলো ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি। তবে কারা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সেটি সেখানে বলা হয়নি।