নন্দন নিউজ ডেস্ক: কুইবেকে ক্রিসমাসের সময় সমাবেশের অনুমতি দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা বাতিল করা হতে পারে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগল্ট। এ খবর প্রকাশ করেছে সিবিসি নিউজ। প্রদেশজুড়ে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এবং হাসপাতালে রোগীর চাপ অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান প্রিমিয়ার।
প্রিমিয়ার বলেন, আমাদের হাসপাতালগুলো রোগী ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে।। আমরা সঠিক পথে নেই। যদি হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে তবে আমাদের ঝুঁকি নেওয়া কঠিন হবে। ক্রিসমাসের সময় সমাবেশের অনুমতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১১ ডিসেম্বর নেওয়া হবে বলে জানান প্রিমিয়ার ফ্রান্সোইস লেগল্ট। বলেন, দীর্ঘ দিন ধরে করোনার চিকিৎসা দিয়ে যেয়ে স্বাস্থ্যসেবা কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন।
কুইবেকে মঙ্গলবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৮ জন। আর ১ হাজার ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।