নন্দন নিউজ ডেস্ক : প্রদেশের করোনা মহামারী বিস্তার মোকাবিলায় একাত্মতা প্রকাশ করেছে কুইবেকের রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার মন্ট্রিয়লে লিবারেল পার্টি সহ বিরোধী দলীয় নেতাদের সাথে এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগাল্ট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বাঁচানোর জন্য আমরা একসাথে কাজ করবো। হাসপাতালের পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত বলে জানান তিনি। বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের সহায়তা করতে হবে। বিরোধী লিবারেল পার্টির নেতা ডোমিনিক অ্যাংলেড বলেন, আমরা এমন এক পর্যায়ে অবস্থান করছি যা প্রদেশের সকল বাসিন্দাদের জন্য খুব কঠিন। এ খবর প্রকাশ করেছে গ্লোবাল নিউজ।