নন্দন নিউজ ডেস্ক : করোনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এখনিই ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হলে ট্রুডোর লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এমনটি উঠে এসেছে ইপসস এর নতুন এক জরিপে। এতে ৩৫ শতাংশ কানাডিয়ান বর্তমান ফেডারেল সরকারের পক্ষে সমর্থন দিয়েছেন। অপরদিকে ৩২ শতাংশ মানুষ কনজারভেটিভদের পক্ষ সমর্থন দিয়েছেন। যা লিবারেলদের সংখ্যালঘু জয় নিশ্চিত করলেও সরকার গঠনে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর জরিপে এনডিপি ১৮ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। এবং তারা সরকার গঠনে লিবারেলদের সমর্থন জানাতে পারে। এ খবর প্রকাশ করেছে গ্লোবাল নিউজ।