নন্দন নিউজ ডেস্ক: করোনাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণকারী আরও তিন রাজনীতিবিদের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এরা হলেন, ম্যানিটোবার এমপি নিকি অ্যাশটন, কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ইউরি চেসিন এবং সাস্কাচুয়ানের এমএলএ জো হারগ্রেভস। এরআগে নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমনের ঘটনা ফাঁস হওয়ায় পদত্যাগ করেন অন্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপস। এর পরপরই বিদেশ ভ্রমণের অভিযোগ ওঠে অ্যালবার্টার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী ট্রেসি অ্যালার্ডের বিরুদ্ধে। বিষয়টি স্বীকার করে হাওয়াই সফরের জন্য ক্ষমাপ্রার্থণাও করেছেন অ্যালার্ড।