নন্দন নিউজ ডেস্ক: আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের বিস্তার কয়েকগুন বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাতাসের মাধ্যমে বিশেষ করে বদ্ধস্থানে ভাইরাস কয়েকগুণ ছড়াতে পারে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ড. থেরেসা ট্যামসহ প্রাদেশিক সরকার এবং প্রশাসনিক কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রায় সাড়ে তিনশ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনার্স। এতে বলা হয় নতুন বৈশিষ্ঠের করোনাভাইরাস আগের তুলনায় প্রায় ৭০ গুন বেশি ছড়াতে সক্ষম। ফলে হাসপাতাল, শপিং মল, স্কুল, রেস্টুরেন্টের মতো স্থান সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এক্ষেত্রে ভাইরাসের প্রকোপ এবং বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়।