নন্দন নিউজ: সব নাগরিকের ভ্যাকসিন নিশ্চিত করতে বদ্ধ পরিকর সরকার। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকের সাথে চুক্তির পর এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চুক্তি অনুযায়ী ফাইজারের কাছ থেকে আরও ২০ মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন নেয়া হবে। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, কানাডার প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করাই তার সরকারের একামাত্র লক্ষ্য। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই সব নাগরিককে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি কানাডায় ভ্যাকসিন কর্মসূচিতে ধীরগতির কারণে তুমুল সমালোচনার মুখে পড়ে ট্রুডো প্রশাসন।