নন্দন নিউজ: আবারও জরুরী অবস্থা জারি করা হলো অন্টারিওতে। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে কড়াকড় আরোপের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৮ দিনের জন্য এই কড়াকড়ি ঘোষণা করেন প্রিমিয়ার ডাগ ফোর্ড। বিবৃতিতে তিনি বলেন, সাধারণ নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদাসীনতা দেখানোর কারণে প্রদেশে বেড়েছে করোনার সংক্রমণ। ফলে নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে জরুরী অবস্থা জারির এই সিদ্ধান্ত। ডাগ ফোর্ড বলেন, জরুরী অবস্থা জারির ফলে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম এবং সামাজিক অনুষ্ঠান। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পন্য এবং ওষুধ ক্রয়ের ক্ষেত্রে বাড়ির বাইরে যেতে পারবেন অন্টারিওর বাসিন্দারা। এদিকে, অন্টারিওতে চলতি সপ্তাহে এই প্রথম একদিনে তিনহাজারের কম করোনা রোগী সনাক্ত হয়েছে। যদিও সনাক্তের হার এখনও ওপরের দিকে। এদিন ২৯শ’র কিছু বেশি মানুষের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আর, প্রাণ হারিয়েছেন ৪১ জন। এরমধ্যে ২৩ জনই লংটার্ম কেয়ারের বাসিন্দা। প্রদেশটিতে গেল একসপ্তাহে গড়ে সাড়ে তিনহাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।