নন্দন নিউজ: করোনার সেকেন্ড ওয়েভে অন্টারিওতে আক্রান্ত ও মৃতের সংখ্যা, ১ম দফাকেও ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। ফেব্রুয়ারির শুরুতেই আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ছাড়াতে পারে প্রদেশটিতে। অন্টারিওর করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান ড. অ্যাডেলেস্টেইন ব্রাউন জানান, প্রতিদিন ৩ থেকে ৫ শতাংশ হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রদেশটিতে।
কুইবেকে আরো প্রায় ২ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এসময় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। করোনার হটস্পট খ্যাত কুইবেকে এখন পর্যন্ত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ লাখ মানুষ। এদিকে স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, হাসপাতালগুলোতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা।